অলৌকিক কিতাব আল কুরআন - আহমেদ দিদাত (বাংলা ইসলামিক ই বই)
অলৌকিক কিতাব আল কুরআন  আহমেদ দিদাত রচিত অসাধারণ একটি বই।  বইটিতে লেখক বিজ্ঞান ও গণিত এর ব্যবহার করে খুব সুন্দর ভাবে ব্যাখ্যা করেছেন যে আল কোরআন  মহান আল্লাহর বাণী তথা আসমানী কিতাব বা অলৌকিক কিতাব।
বইয়ের বিবরণ : 
| বই : | অলৌকিক কিতাব আল কুরআন | 
| লেখকঃ | আহমেদ দিদাত | 
| পৃষ্ঠা সংখ্যা : | ৭৬ পৃষ্ঠা | 
| ফাইল সাইজ | ২.০৯ মেগাবাইট | 
| সংগ্রহ | ইন্টারনেট থেকে | 
| কৃতজ্ঞতাঃ | বুক বিডি আর্কাইভ | 
| উপস্থাপনায়ঃ | ইসলামিক ই বই | 
লেখকের সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা :
আহমেদ হোসেন দিদাত একজন দক্ষিণ আফ্রিকার লেখক ও ধর্মবেত্ত্বা এবং ভারতীয় বংশদ্ভুত জনবক্তা ও তার্কিক। তিনি একজন সেরা মুসলিম ধর্মপ্রচারক হিসাবে পরিচিত ছিলেন। তিনি অনেক আন্ত:ধর্মীয় প্রকাশ্য বিতর্ক অনুষ্ঠান করেছেন এবং ইসলাম, খ্রিস্টান ও বাইবেলকে কেন্দ্র করে বেশিরভাগ ভিডিও লেকচার দিয়েছেন।  দিদাত ১৯১৮ সালে সুরাত, বোম্বে প্রেসিডেন্সি শহরে ব্রিটিশ ভারতে জন্মগ্রহণ করেন। তার পিতা খুব শীঘ্রই তার জন্মের পর দক্ষিণ আফ্রিকা প্রবাসি হন। ৯ বছর বয়সে, দিদাত তার পিতার সাথে যোগ দিতে ভারত ছাড়েন। তার মাতা তার চলে যাওয়ার মাত্র কয়েক মাস পর মারা যান। সাউথ আফ্রিকাতে গিয়ে তিনি একটি স্কুলে ভর্তি হন। সেখানে তিনি ষষ্ঠ শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেন।
তথ্য সূত্র : উইকিপিডিয়া“Disclaimer”
১। আমাদের ( ইসলামিক ই-বই এর) উদ্দেশ্য মোটেও ধর্মীয় বিদ্বেষ ছড়ানো বা ব্যাক্তি বা প্রত্রিষ্ঠানিক ক্ষতি সাধন করা নয়। 
২। আমাদের সাইট এ প্রকাশ করা  বই গুলো আমরা কখনো নিজে PDF করে থাকি না করলেও অনুমোদন নিয়েই করা হয়ে থাকে।  
৩। বইগুলো যেহেতু আমাদের ইন্টারনেট থেকে  কালেক্টেড তাই প্রকাশনীর   বা লেখকের আমাদের উপর কোন অভিযোগ গ্ণ্য হবে না, সেক্ষেত্রে যে বা যারা  PDF টি করেছে তার কাছে আপনি /আপনারা ক্লেইম করতে পারেন।
  
 ৷

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন